আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে কি একটি ফেসবুক ফেইক প্রোফাইলের লোকেশন বের করতে পারবে? যদি পারে, তবে কিভাবে?
ভারতের রিসেন্ট ঘটনা সম্পর্কে বলছি। কৃষক বিক্ষোভ নিয়ে টুইটারে যখন নানারকম ভূয়া তথ্য ছড়ানো হচ্ছিল, তখন মোদী সরকার টুইটারকে অনুরোধ করে তারা যেন সেসব পোস্ট ডিলিট করে দেয়। কিন্তু টুইটার তার নিজস্ব আইনের কারণে পোস্টকারীর ব্যক্তিগত মতামতের জায়গায় বাঁধা দিতে পারে না বিধায় মোদী সরকারের অনুরোধ সত্ত্বেও ফিরিয়ে দেয়। এরপর ভারতে অবস্থিত বিগ জায়ান্ট কোম্পানি গুলোকে কন্ট্রোলে আনতে "The Intermediary Guidelines and Digital Media Ethics Code" চালু করে সরকার। এই নিয়মের আন্ডারে সরকারের চাহিদা মোতাবেক ৩৬ ঘন্টার মধ্যে জায়ান্ট কোম্পানিগুলো যেকোনো পোস্ট যে করছে, যে শেয়ার করছে সবার আইডি থেকে ডিলিট করে দিতে হবে। কারও তথ্য, লোকেশন সহ যাবতীয় খুঁটিনাটি সবকিছু সরকারের অনুরোধ করার ৭২ ঘন্টার মধ্যে দিতে বাধ্য থাকবে। অন্যথায় সেই কোম্পানি ভারতে ব্যবসা করার আইনত বৈধতা হারাবে। সকল কোম্পানি সর্বসম্মতিক্রমে মোদী সরকারের এই চাপ মেনে নিতে বাধ্য হয়। ফেসবুকের তিন/চারটি বড়বড় অফিস সহ আরও বড়বড় সব কোম্পানির অফিস আছে ভারতে, সেগুলোর মাধ্যমে ফেসবুক সহ বড় বড় কোম্পানি দ্রুত সরকারের সাথে তথ্য বিনিময় বা যোগাযোগ স্থাপন করে। সুতরাং সরকারের কাছে অপরাধীকে ধরা এখন আর কোনো ব্যাপার না। অনলাইনে সব তথ্যই থেকে যায় যতই আইডি ডিলিট, ডিজেবল,বা পোস্ট, কমেন্ট ডিলিট কেউ করুক না কেন।