1
Asad
গুণোত্তর প্রগমন
2 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
যদি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যক সংখ্যা নিয়ে গঠিত কোন অনুক্রম বা ধারার পরপর দুইটি পদের ভাগফল সর্বদা একটি ধ্রুব সংখ্যা হয় তবে এই অনুক্রমকে গুণোত্তর প্রগমন বা গুণোত্তর প্রগতি বা গুণোত্তর ধারা বলা হয়। পরপর দুইটি পদের ভাগফলকে বলা হয়, সাধারণ অনুপাত । উদাহরণস্বরূপ- ৩, ৯, ২৭, ৮১, ... অনুক্রমটি গুণোত্তর প্রগমনভুক্ত যার সাধারণ অনুপাত হল ৩।
যদি বলা হয়- তিনটি সংখ্যা গুণোত্তর শ্রেণীভুক্ত, তবে তাদেরকে আমরা এভাবেও চিন্তা করতে পারিঃ (a/b), a, (ab) এখানে তিনটি সংখ্যা গুণোত্তর প্রগমনভুক্ত । যার সাধারণ অনুপাত হল b ।