0
Asad
মহাকাশে অভিকর্ষ নেই । তাহলে মহাকাশে কি গুলি চালানো সম্ভব ?
2 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
মহাকাশে বায়ু না থাকায় অনেকেই প্রশ্ন করে থাকে, মহাকাশে গুলি চালানো সম্ভব কিনা ? উত্তরটা না হওয়া সম্ভব নয় । আধুনিক যেসব গুলি আমরা দেখে থাকি, সেগুলোর ফাংশন অনেকটা রকেটের মতই । বন্দুক থেকে গুলি ছোড়া মানেই আমরা গুলির মধ্যে একটা বিস্ফোরণ ঘটিয়ে থাকি । গুলির মধ্যে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানী থাকে । এর মধ্যে বিস্ফোরণ ঘটার ফলে এর থেকে দ্রুতগতিতে ধোঁয়া বেড়িয়ে যেতে থাকে । যার ফলে নিউটনের তৃতীয় বা প্রতিক্রিয়ার সূত্রানুসারে গুলিটি সামনের দিকে অগ্রসর হয় । ঠিক রকেট যেভাবে চলে । এর ফলে বায়ু না থাকলেও রকেটের মহাকাশে চলতে কোন অসুবিধা হয়না । একইভাবে গুলিরও চলতে কোন অসুবিধা হবেনা ।