0
Pakhi
সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি?
2 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
সমযোজী যৌগের বৈশিষ্ট্য:
(i) ইলেকট্রন শেয়ার বা অংশীদারির ভিত্তিতে সমযোজী যৌগ গঠিত হয়।
(ii) সাধারণ তাপমাত্রায় সমযোজী যৌগসমূহ গ্যাস, তরল ও কঠিন এই তিন অবস্থায় থাকে। অর্থাৎ (কোনো কোনো সমযোজী যৌগ গ্যাসীয় অবস্থায় থাকে; যেমন, মিথেন। কোনো কোনো সমযোজী যৌগ তরল অবস্থায় থাকে; যেমন, অ্যালকোহল। কোনো কোনো সমযোজী যৌগ কঠিন অবস্থায় থাকে; যেমন, কপূর)।।
(iii) সমযোজী যৌগসমূহ পানিতে বা পোলার দ্রাবকে অদ্রবণীয় ও জৈব দ্রাবকে দ্রবণীয়।
(iv) সমযোজী যৌগসমূহের আন্তঃআণবিক শক্তি দুর্বল।
(v) সমযোজী যৌগসমূহের অণুর ভিন্ন ভিন্ন আকৃতি আছে।
(vi) সমযোজী যৌগসমূহের রাসায়নিক বিক্রিয়ার গতি মন্থর বা ধীর।