0
Pakhi
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বলতে কী বোঝায়?
1 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
টেলিফোন ও ডাটা নেটওয়ার্কের মাধ্যমে অর্থের স্থানান্তরের ব্যবস্থাকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়।
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার করে মুদ্রার মানের পরিবর্তন হয় না কিন্তু হিসারের মধ্যে সমন্বয় সাধন করা হয়। লেনদেন কাজে সুবিধা ও নিরাপত্তার জন্য অটোমেটিক টেলার মেশিন (ATM) ব্যবহৃত হয়। ডাটা দিয়ে ব্যাংকের লেনদেনে ম্যাগনেটিভ স্ট্রিপ (চৌম্বক কালির রেখা) বিশিষ্ট ব্যাংক কার্ড ব্যবহৃত হয়। যা দিয়ে যে কোনো সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।