0
Asad
কেপলারের ক্ষেত্রফলের সূত্র
2 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
মনে কর, যেকোনো মুহূর্তে গ্রহটি একটি বিন্দুতে আছে এবং 5 দিনে এটি অন্য বিন্দুতে চলে গেল । আবার যেকোনো মুহূর্তে এটি এক বিন্দুতে ছিল এবং 5 দিনে এটি অন্য বিন্দুতে চলে গেল । গ্রহটির বেগ এমন হবে যেন, এই দুই ক্ষেত্রেই গ্রহ ও সূর্যের সংযোগকারী রেখার ক্ষেত্রফল সমান হয় কারণ এক্ষেত্রে সময় সমান ছিল । বুঝতেই পারছো, এমনটা হতে গেলে গ্রহটি যখন সূর্যের কাছাকাছি থাকবে তখন এই বেগ বেশি হবে এবং দূরে থাকবে, তখন এর বেগ কম হবে ।
তাহলে সূত্রটি দাঁড়ালো, “গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করবে ।”