0
Pakhi
রাগ উঠলে মানুষ জিনিসপত্র ভাংচুর করে কেন?
2 Subscribers
Submit Answer
1 Answers
Best Answer
0
রাগ উঠে যখন সিচুয়েশন নিজেদের কন্ট্রোলের বাইরে অন্যের হাতে চলে যায় , তাদের কাজ কর্মে । তখন জিনিষ পত্র ভাঙলে একটা ফেক সেন্স অফ কন্ট্রোল আসে ! নিজে কথা বা কাজে আহত হওয়ার পর অপর পক্ষ কেও কোনো ভাবে হার্ট করা বা রাগিয়ে দেওয়া , প্রভাবিত করার ইচ্ছা আসে , যেটা আমরা কথা বা অন্যভাবে করি । মানুষ জন্মগত ভাবেই ভিন্ডিক্টিভ , এর জন্যই মানুষ রাগলে অমন করে !
তাছাড়া এসময় মানুষ আশেপাশের কোন বস্তু বা মানুষের আচরণ দ্বারা ক্ষিপ্ত হয়ে। যখন অনেক বেশি ক্ষোভ থাকে তখন আমরা আসলে এই ক্ষোভ কমানোর ট্রাই করি। আর এটার উপায় হচ্ছে কাউকে মারধর করা, কিছু ভাঙচুর করা কিংবা নিজেকে আঘাত করা।